বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪ সার্কুলার pdf

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪ সার্কুলার (Bangladesh Army Job Circular 2024) প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আর্মি তাদের নিজস্ব ওয়েব সাইটে joinbangladesharmy.army. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তিতে এ বছর অর্থাৎ ২০২৪ সালে সৈনিক পদে ৬৪টি জেলার অসংখ্য নারী,পুরুষ প্রাথী নিয়োগ দেওয়া হবে। আরো চাকরির খবর দেখুন

আপনি যদি সেনাবাহিনীতে যোগদানের জন্য আগ্রহী হন, তাহলে কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারেন। সেনাবাহিনীতে আবেদনের জন্য আপনি অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারেন।

আজকের এই আলোচনার মাধ্যমে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের আবেদনের শুরু ও শেষ তারিখ, আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, নিয়োগ পরীক্ষার প্রসেস, পরীক্ষার তারিখ, ফলাফল সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব ওয়েব সাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা এবার সারাদেশের মোট ৬৪ টি জেলা থেকে অসংখ্য নারী পুরুষ প্রার্থী নিয়োগ দিবে। আজকের এই আলোচনায় আমরা মোট তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ,

সুচিপত্র

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের সময় ২০২৪

দৈনিক ইত্তেফাক পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৈনিক পদে নিয়োগের জন্য এবার অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১০ জানুয়ারি ২০২৪ থেকে এবং ১৫ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সৈনিক পদে আবেদনের শেষ দিন।

আবেদন শুরু ১০ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ১৫ফেব্রুয়ারি ২০২৪
আবেদন ফি৩০০ টাকা
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের সময় ২০২৪

আবেদন ফি: বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ আবেদনের জন্য ৩০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

আবেদনের ঠিকানা: APPLY NOW

আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগের জন্য আগ্রহী, তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া এই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ে পার হয়ে গেলে সৈনিক পদে নিয়োগের জন্য আর আবেদন করতে পারবেন না।

যতটা সম্ভব দ্রুত আবেদন করার চেষ্টা করুন। অনেক সময় আবেদনের শেষ কয়েকদিন ওয়েবসাইটের বিভিন্ন জটিলতার কারণে আবেদন করতে ঝামেলা হতে পারে। কখনো কখনো সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব ঝামেলা এড়াতে খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করার চেষ্টা করুন।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের যোগ্যতা

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগের জন্য প্রত্যেক প্রার্থী ( নারী -পুরুষ) উভয়ের কিছু সাধারণ ট্রেড, টেকনিক্যাল ট্রেড,শারীরিক দিক দিয়ে যোগ্যতার প্রয়োজন হয়। এসব যোগ্যতা না থাকলে সেনাবাহিনীতে নিয়োগে জন্য আবেদন করা যায় না। তাই আপনার যদি এসব যোগ্যতা থাকে তবেই আপনি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন।

সাধারণ ট্রেড (নারী-পুরুষ)

  • বয়স: ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকে এসএসসি \সমমান ( মাদ্রাসা, কারিগরি,উন্মুক্ত ) ৩.০০ পরীক্ষায় ন্যূনতম জিপিএ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে।

টেকনিক্যাল ট্রেড নারী-পুরুষ

  • বয়স: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছরের কম হবে এবং ২১ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ এক বছর শিথিল করা হয়েছে।
  • শিক্ষাগত কারিগত/ কারিগরি যোগ্যতা:

এস এস সি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সমূহ নূন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এস এস সি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সমূহ নূন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ।

এসএসসি/সমমান( মাদ্রাসা/ কারিগরি/ উন্মুক্ত)পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক যোগ্যতা

বিবরণপুরুষ
উচ্চতা১.৬৫ মিটার বা ৫ ফুট 5 ইঞ্চি বিভিন্ন নৃ-গোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)
বুকস্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ ০.৮১ মিটার (৩২ ইঞ্চ)
পুরুষ
বিবরণনারী
উচ্চতা১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি বিভিন্ন নৃ-গোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার অর্থাৎ ৫ ফুট ০ ইঞ্চি
ওজন৪৭ কেজি ( ১০৪ পাউন্ড )
বুকস্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চ)
নারী

স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।

সাঁতার

ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানতে হবে।

বৈবাহিক অবস্থা

অবশ্যই অবিবাহিত হতে হবে (বিবাহ বিচ্ছেদ কারি গ্রহণযোগ্য নয়)।

বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের নিয়মাবলী

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪ সালের সার্কুলারে আবেদনের যে নিয়মাবলী প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীরা প্রথমে টেলিটক সিমে এস এম এস এর মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

১. সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC. BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE.

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 BNCCGD (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২.টেকনিক্যাল ট্রেট প্রার্থীদের ক্ষেত্রে:-

টেকনিক্যাল ট্রেড এ ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তিতে দেওয়া টেবিল-১ অনুযায়ী হবে। এক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থীদের ভর্তি হতে ইচ্ছুক টেবিল ১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস এর মাদ্দমে দিতে হবে।

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>TT <SPACE>TRADE CODE<SPACE>EXAM CENTER CODE.

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 TT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে:-

বিএনসিসির সদস্যগণ যোগ্যতা থাকা শর্তে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড দুইটিতে আবেদন করতে পারবেন।

১.সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>BNCCD

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 BNCCGD (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

২.টেকনিক্যাল ট্রেট প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>BNCCT<SPACE>TRADE CODE<SPACE>EXAM CENTER CODE.

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 BNCCT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

সেনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে:-

সেনা সদস্যের সন্তানদের যোগ্যতা থাকা শর্তে সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন।

১.সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>SSGD

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

২.টেকনিক্যাল ট্রেট প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>SSTT<SPACE>TRADE CODE<SPACE>EXAM CENTER CODE.

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 SSTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

টিটিটি আই হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে:-

এসএমএস:- SAINIK<SPACE> 1ST THREE LETTERES OF SSC BOARD<SPACE>ROLL<SPACE> PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>TTTI<SPACE>TRADE CODE.

উদাহরণ:- SAINIK DHA 23708 2018 34 TTTI DVR (ঢাকা বোর্ডের জন্য DHA ,কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি. এছাড়াও স্ব স্ব জেলার সামনে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)

প্রথম এসএমএস পাঠানোর পর প্রার্থী তথ্য যাচাই-বাছাই করে টেলিটক থেকে যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নে বর্ণিতভাবে এসএমএস প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০ টাকা ( ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০টাকা এবং অনলাইন ফি বাবদ ১০০ টাকা ) কর্তন করা হবে তাই মোবাইল ব্যালেন্স ৩০০ টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএস:- SAINIK<SPACE> YES<SPACE>PIN NUMBER<SPACE>MOBILE NUBMBER টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে

উদাহরণ:- SAINIK YES 252624 10XXXXXXXXX AND SAND TO 16222

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউসার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা http.//sainik.teletalk.con.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X ৩০০(দৈর্ঘ্য ও প্রস্থ) এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এর মধ্যে হবে।

প্রবেশপত্র

অনলাইনে আবেদন করার পর সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর প্রিন্ট করা যাবে না। প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় প্রবেশপত্র নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

সেনাবাহিনীতে ভর্তির জন্য যেসব জিনিস আনতে হবে

  1. শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র/মার্কসিট ফটোকপি করে সত্যায়িত করতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে।
  2. শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সম্বলিত এস এস সি পরীক্ষার প্রশংসাপত্র ও এস এস সি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে।
  3. চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র সত্যায়িত করে আনতে হবে।
  4. চেয়ারম্যান কোটি কর্তৃক স্বাক্ষরিত জন্মসূত্রে নাগরিক ও চরিত্রপত্রের মূল কবি নিয়ে আসতে হবে।
  5. নিজ জন্ম নিবন্ধন বা ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।
  6. পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ড ফটোকপি করে সপ্তাহিত করতে হবে।
  7. ০৬ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ০২ কপি স্ট্যাম্প সাইজের ছবি সত্যায়িত করে আনতে হবে।
  8. সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট পোশাক নিয়ে আসতে হবে।
  9. লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল জ্যামিতি বক্স স্কেল ও ক্লিপবোর্ড অবশ্যই নিয়ে আসতে হবে।
  10. উপজাতিদের ক্ষেত্রে তাদের রাজা/ উপজাতি প্রধান/ সিটি কর্পোরেশন/ ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরকৃত সনদপত্র সত্যায়িত করে আনতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষা দিতে হয়। প্রত্যেকটি ধাপে আলাদাভাবে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কোন একজন প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পান। নিচে সবগুলো ধাপ সম্পর্কে আলোচনা করা হলো।

স্বাস্থ্য পরীক্ষা: আবেদনপত্র যাচাই-বাছাই সম্পন্ন হলে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীগণ উত্তীর্ণ হলে তাকে পরের ধাপে পাঠানো হয়।

লিখিত পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীগণ পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে পরে ধাপে পাঠানো হয়।

মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার পরের ধাপ হল মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীগণ মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীগণ সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পান।

প্রশিক্ষণ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের পর প্রত্যেক প্রার্থীকে ৩৬ সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।এই প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। পুরুষ মহিলা সফলতার সাথে প্রশিক্ষণ শেষে দেশের সার্বভৌম রক্ষা করে নিষ্ঠার সাথে জাতির সেবা যেতে হবে।

বেতন স্কেল

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকগণ মূলত NCO বেতন স্কেলের আওতায় বেতন পেয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনীতে NCO বেতন স্কেল অনুযায়ী সৈনিকদের বর্তমান বেতন ৯ হাজার ৫০০ থেকে ২১ হাজার ৫০০ পর্যন্ত হয়ে থাকে।

সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার pdf

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪ সার্কুলার pdf বা bangladesh army job circular 2024 pdf download করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *