সম্প্রতি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েব সাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এ বছর সাতটি পদে মোট ২৩ জন কে নিয়োগ দেওয়া হবে। যোগ্য এবং আগ্রহী প্রাথীদের অনলাইনের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সুচিপত্র
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের তারিখ
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের তারিখ প্রকাশিত হয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগের জন্য আবেদন শুরু হবে ৩ জানুয়ারী ২০২৪ এবং আবেদন শেষ হবে ২৮ জানুয়ারী ২০২৪।
অর্থাৎ আগ্রহী প্রার্থীদের উপরে উল্লেখিত সময়ের মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব http://nsda.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে অনলাইনে আবেদন ছাড়া অন্য কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় দক্ষতা উন্নয়ন |
| পদের সংখ্যা | ৭টি |
| প্রার্থী সংখ্যা | ২৩ জন |
| আবেদন শুরু | ৩ জানুয়ারী ২০২৪ |
| আবেদন শেষ | ২৮ জানুয়ারী ২০২৪ |
| ওয়েবসাইট | http://nsda.teletalk.com.bd |
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্য পদের বিবরণ
জাতীয় দক্ষতা ও উন্নয়ন কর্তৃপক্ষ এবার সাত সাতটি পদ থেকে মোট ২৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
এবার আমরা আলোচনা করব এই সাতটি পদ সম্পর্কে।
প্রোগ্রামার
| পদের নাম | প্রোগ্রামার |
| পদের সংখ্যা | ১জন |
| বয়স | অনূর্ধ্ব ৩৫ বছর |
| বেতন স্কেল | ৩৫৫০০-৬৭০১০/- টাকা |
| অভিজ্ঞতা | সহকারি প্রোগ্রামার বা সরকারি মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতা। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্স সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রী থাকলে যায় কোনো প্রার্থী আবেদন করতে পারবেন।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- প্রার্থীকে অবশ্যই সরকারি প্রোগ্রামার বা সহকারী মেইন্টেনেন্স বা সিনিয়র কম্পিউটার অপারেটর ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
| পদের নাম | সহকারী পরিচালক |
| পদের সংখ্যা | ৮জন |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর |
| বেতন স্কেল | ২২০০০-৫৩০৬০/- টাকা |
| অভিজ্ঞতা | প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীর স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী বা প্রকৌশল বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী থাকতে হবে।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ
| পদের নাম | সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। |
| পদের সংখ্যা | ১জন। |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর। |
| বেতন স্কেল | ২২০০০-৫৩০৬০/- টাকা। |
| অভিজ্ঞতা | অভিজ্ঞতা না থাকলেও চলবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্স সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রী থাকলে যায় কোনো প্রার্থী আবেদন করতে পারবেন।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- এই পদের জন্য অভিজ্ঞতা না থাকলেও চলবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ
| পদের নাম | হিসাব রক্ষণ কর্মকর্তা |
| পদের সংখ্যা | ১জন। |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর। |
| বেতন স্কেল | ২২০০০-৫৩০৬০/- টাকা। |
| অভিজ্ঞতা | প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের সিজিপিএ থাকতে হবে।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর
| পদের নাম | সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর |
| পদের সংখ্যা | ৩ জন। |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর। |
| বেতন স্কেল | ১০২০০- ২৪৬৮০/- টাকা। |
| অভিজ্ঞতা | প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
- সাঁটলিপিতে মিনিট প্রতি বাংলায় ৪৫ টি শব্দ এবং ইংরেজিতে ৭০ টি শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন মিনিট প্রতি বাংলায় ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
মন্তব্য
- কুড়িগ্রাম আদিবাসীদের জন্য আবেদন করার প্রয়োজন নেই।
- এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
| পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
| পদের সংখ্যা | ২ জন। |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর। |
| বেতন স্কেল | ৯৩০০- ২২৪৯০ /- টাকা। |
| অভিজ্ঞতা | প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন মিনিট প্রতি বাংলায় ২০ টি শব্দ এবং ইংরেজিতে ২০ টি শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক
| পদের নাম | অফিস সহায়ক |
| পদের সংখ্যা | ৭ জন। |
| বয়স | অনূর্ধ্ব ৩০ বছর। |
| বেতন স্কেল | ৮২৫০-২০০১০/ – টাকা। |
| অভিজ্ঞতা | অভিজ্ঞতা না থাকলেও চলবে। |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে।
- তৃতীয় শ্রেণি বা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
- এই পদের জন্য অভিজ্ঞতা না থাকলেও চলবে।
মন্তব্য
- নওগাঁ, খুলনা, জিনাইদা, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া ও কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
- এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের শর্ত
- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি ভর্তি প্রবিধানমালা ২০২১ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুত বদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
- আবেদনকারীর বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রোগ্রামার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর এবং বাকি অন্যান্য পদের ক্ষেত্রে (প্রোগ্রামার ছাড়া )১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে।তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর ধরা হয়েছে ।
- সরকারের সর্বশেষ আদেশ নীতিমালা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা নারী রক্ষা বাহিনীর সদস্য এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
- সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- প্রার্থীকে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করতে হবে না।
- দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনাবলী প্রযোজ্য হবে।
- যেকোনো আবেদন গ্রহণ বাতিল করা এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
- নিয়োগ পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- যেকোনো পর্যায়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- উপরে উল্লেখ করা হয়নি এমন যেকোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী যোগ্য এবং আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে http://nsda.teletalk.com.bd আবেদন ফরম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা
- ONLINE-এ আবেদন শুরু ৩ জানুয়ারী ২০২৪।
- ONLINE-এ আবেদন শেষ ২৮ জানুয়ারী ২০২৪।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
যে কোনো TALETLLK PRE-PAID MOBILE নাম্বারে মাধ্যমে দুইটি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রোগ্রামার, সহকারী পরিচালক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ফি ৬০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬৯/- টাকা সহ মোট ৬৬৯/- টাকা।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য পরীক্ষার ফি ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সহ মোট ২২৩/- টাকা।
অফিস সহায়ক পদের জন্য পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা অনাধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন পত্র পূরণ এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রধান সংক্রান্ত নিয়মাবলী বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রার্থীর যোগ্যতা যাচাই
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুসারে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে ফটোকপি দাখিল করতে হবে।
- প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন পত্র ও প্রবেশপত্র আনতে হবে।
- আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্যক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
- আবেদনকারী যে ইউনিয়ন/ পৌরসভা /সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /পৌর মেয়র সিটি কর্পোরেশনের/ ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
- এতিম, শারীরিক, প্রতিবন্ধী ,আনসার ও বিডিপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং প্রযোজ্যক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদপত্র।
- আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র -কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড এর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ ক্যান্টনমেন্ট বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
- কর্মরত আবেদনকারীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ ছাড়পত্র আবেদনকারীর যে উন্নয়ন ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা/ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আনতে হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

