রোজার নিয়ত ও ইফতারের দোয়া (rojar niyot and iftarer dua) সম্পর্কে জানার জন্য আপনাকে স্বাগতম,আমরা জানি রোজার নিয়ত করা ফরজ এবং ইফতারের দোয়া পড়া সুন্নাত তবে আমরা এখানে rojar niyot & iftarer doya,রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি? রমজান মাসের ভিবিন্ন আমল এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ,
রোজার নিয়ত আরবি এবং বাংলা অর্থ সহ উচ্চারণ সমূহ
rojar niyot করা ফরজ, কিন্তু রোজার নিয়ত বা দোয়া আরবিতে অথবা বাংলায় মুখে উচ্চারণ করা জরুরি বা ফরজ নয়। তবে মনে মনে হলেও রোজা রাখার ইচ্ছে বা এরাদা করতে হবে তাহলে রোজার ফরজ নিয়ত করা হয়ে যাবে,
তবে রোজার নিয়ত মুখে উচ্চারণ করা সুন্নাত, মনে মনে এরাদা বা ইচ্ছে করার চেয়ে মুখে বলা উত্তম,তাই আমরা রোজা রাখার নিয়ত করবে ইনশাআল্লাহ
রোজার নিয়ত আরবি:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজা রাখার নিয়ত বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজা রাখার নিয়ত বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত ) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
২০২১ সালের সেহরি ও ইফতারের সময়সূচী
Rojar niyot means in English
O, Allah! I wish to observe the obligatory fast prescribed by you in the holy month of Ramadan tomorrow.
You accept it from me, Surely Thou art the Hearing, the Knowing
রোজার নিয়ত ছবি বা Rojar niyot image
রমজান মাসের রোজা রাখার নিয়ত বা সেহরির দোয়া সমূহ আপনার ফোনে ডাউনলোড করে রেখে দিতে পারেন,সময় মতো কাজে লাগবে ইনশাল্লাহ কারণ
রোজা রাখার নিয়ত করা রোজার একটি ফরজ হুকুম
ইফতারের দোয়া সহীহ আরবি এবং বাংলা অর্থ সহ উচ্চারণ সমূহ
iftarer পূর্বে দোয়া কবুল হয় ,তাই ইফতারের নিয়ত করে ইফতারি সামনে নিয়ে ইফতারের আগ মুহুর্তের বেশি বেশি দোয়া, ইসতেগফার, দুরুদ শরীফ পড়া আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এবং ইফতারির সময় হলে iftarer dua পরে তারা তারি ইফতার করা
ইফতারের দোয়া সহীহ আরবি:
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
iftarer dua বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
ইফতারের দোয়া বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি
আবু দাউদ হাদিস নং ২৩৫৮
২০২১ সালের সেহরি ও ইফতারের সময়সূচী এবং, রমজানের ক্যালেন্ডার ২০২১ দেখুন
রোজার ফরজ কয়টি ও কি কি ?
রোজার ফরজ ২টি
- নিয়ত করা,
- সুবহে সাদিকের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ।
রোজার নিয়ত ফরজ কিন্তু রোজার আরবি বা বাংলা দোয়া মুখে উচ্চারণ করা জরুরি না,যদি আপনি মনে মনে ইচ্ছা করেছেন বা নিয়ত করেছেন,যে আগামী কাল আমি রোজা রাখবো ,
শুধু মনে মনে ইচ্ছে করছেন কিন্তু মুখে দোয়া উচ্চারণ করেন নি তাহলেও ১০০% নিশ্চিত থাকেন যে আপনার নিয়ত হয়ে গেছে,নিয়ত নিয়ে কোনো সমস্যা হবেনা, তবে রোজার নিয়ত মুখে বলা উত্তম তাই আমরা রোজার দোয়া মুখে উচ্চারণ করবো ইনশাল্লাহ ।
আবার কারো কারো মতে রোজার ফরজ ৩টি
- নিয়ত করা
- সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা
- সময়
রোজার নিয়ত ও ইফতারের দোয়া সমূহ সম্পর্কে আপনাকে জানাতে পেরে সত্যি আমরা আনন্দিত,আমরা উপরে যে বিষয় গুলি নিয়ে আলোচনা করলাম আল্লাহ তায়ালা তার উপর আমল করার তাওফিক দান করুন আমিন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন,অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিধান দিবেন আসসালামু আলাইকুম
rojar bisesh amol goli somporke janale valo hoto