সুমাইয়া নামের অর্থ কি ? এ ই নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্ৰশ্ন থেকে যায়,আজকে আমার সুমাইয়া নামের অর্থ কি ?ইসলামিক অর্থ কি, কেনো সুমাইয়া নামটি এত বিখ্যাত কার কারণে সুমাইয়া নামটি এত জনপ্রিয়, ইসলামে কোন সাহাবীর নামটি সুমাইয়া ছিলো এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী জানতে পারবো আশাকরি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ
সুমাইয়া নামের অর্থ কি ?
সুমাইয়া নামের একের অধিক অর্থ রয়েছে তার মধ্যে আমার বাংলা এবং ইসলামিক নামের অর্থজানবো, সুমাইয়া নামের বাংলা অর্থ,
- খাঁটি, বিশুদ্ধ
- পবিত্র,শুদ্ধ
- আসল, Pure
যেহেতু সুমাইয়া একটি মহিলা নাম, তাই ইসলামের প্রথম শহীদ বিশিষ্ট সাহাবী হযরত সুমাইয়া (রাঃ) এর সম্মানার্থে
ইসলামিক অর্থে সুমাইয়া নামের অর্থ দাঁড়ায়
- সম্মানিত মহিলা
- উচ্চমর্যাদা সম্পন্ন ব্যক্তি,
সুমাইয়া নামের আরবি অর্থ কি ?
সুমাইয়া ( ﺳﻤﻴﺔ ) শব্দটি আসমা ( ﺍﺳﻤﺎﺀ ), সামা ( ﺳﻤﺎﺀ ) অথবা সিমাহ ( ﺳﻤﺔ ) শব্দের ইসমে মুসাগগার ( ﺍﺳﻢ ﻣﺼﻐﺮ ) তথা ক্ষুদ্রত্ববাচক বিশেষ্য।
আর আসমা ( ﺍﺳﻤﺎﺀ ) ইসম বা ( ﺍﺳﻢ) এর বহুবচন। ইসম অর্থ নাম, সুনাম ইত্যাদি। সামা’ ( ﺳﻤﺎﺀ ) অর্থ উন্নত, উচ্চ। আর সিমাহ ( ﺳﻤﺔ ) অর্থ স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শন।
সুতরাং সুমাইয়া নামের আরবি অর্থ হচ্ছে
- সুনাম সুখ্যাতি,খ্যাতি
- সুউচ্চ, সমুন্নত
- স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শনের অধিকারী, ইত্যাদি
দলিলঃ আলমু’জামুল ওয়াসীত ৪৫২-তাজুল আরুস ১/৮৪৩৯,
অনেকেই জানতে চাই সুমাইয়া নামটি ইসলামিক নাম নাকি ? তার উত্তর হলো,হ্যা নিঃসন্দেহে সুমাইয় নামটি অবশ্যই একটি ইসলামিক ভালো নাম |
সুমাইয়া নামটি কেন জনপ্রিয় ?
সুমাইয়া নামটি ইসলামিক,আধুনিক,কমন মর্ডান ও সুন্দর অর্থ সম্পন্ন একটি নাম|
তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া (রাঃ),হযরত সুমাইয়া (রাঃ) ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহন কৃত ব্যক্তি দেড় মাঝে ১৭ তম ব্যক্তি |
তার নাম অনুসারে সুমাইয়া নামটি এত জনপ্রিয় google এ শুধু মাত্র বাংলাদেশ থেকে সুমাইয়া নামের অর্থ কি?
তা জানার জন্য প্রতি মাসে ১ হাজার থেকে ১০ হাজার মানুষ গুগলে সার্চ দিয়ে খোঁজে থাকে, যা অন্য কনো নামের অর্থ জানার জন্য google এ এত বেশি পরিমান সার্চ দেওয়া হয়না।
হযরত সুমাইয়া (রাঃ) এর সংক্ষিপ্ত বিবরণ |
হযরত সুমাইয়া (রাঃ) এর পর্ণ নাম,সুমাইয়া বিনতে খাব্বাত বা সুমাইয়া বিনতে খাইয়াত
তাঁর স্বামীর নাম ইয়াসির ইবনে আমের তার ছেলের নাম আম্মার ইবনে ইয়াসির |
হযরত সুমাইয়া (রাঃ) যখন বয়ষ্ক হয়ে পরেছেন তখন মক্কায় ইসলামেরে দাওয়াতের প্রচার শুরু হয়,
তিনি ইসলামের প্রথম দিকেই তাঁর স্বামী ইয়াসির ও ছেলে আম্মার ইবনে ইয়াসির সহ স্বপরিবারে গোপনে ইসলাম গ্রহণ করেন।
তিনি ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহন করার মধ্যে ১৭ তম সাহাবী |
ইসলাম গ্রহন করার কারণে আবু জেহেল তাদের সাথে অকথ্য, অসহনীয় অত্যাচার শুরু করে |
তার উপর আবু জাহেল মক্কার আল-বাতহা উপত্যকার মরুভূমির রৌদ্রে তপ্তবালুর মধ্যে লোহার পোষাক পরিয়ে তাদেরকে ফেলে রাখতেন,
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) যখন তার পাশদিয়ে গমন করতেন তখন বলতেন-“হে ইয়াসিরের পরিবার-
পরিজন!তোমরা ধৈর্য্য ধর। তোমাদের জন্য জন্য রয়েছে সুসংবাদ। তোমাদের জন্য রয়েছে জান্নাত “!
তখন হযরত সুমাইয়া (রাঃ) বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সাঃ) কে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি মরুভূমির রৌদ্রে এই তপ্তবালুর মধ্যে জান্নাতের সুগন্ধ পাইতেছি |
দীর্ঘদিন এই অসহনীয় অত্যাচার নির্যাতন করার পরও যখন হযরত সুমাইয়া (রাঃ) দ্বীন ইসলাম পরিত্যাগ
করেন নাই,
তখন একদিন নরাধম আবু জাহেল হযরত সুমাইয়া (রাঃ) এর লজ্জাস্থানে বর্শা নিক্ষেপকরে
উনাকে শহীদকরে ফেলে।
হযরত সুমাইয়া (রাঃ) ইসলামের সর্ব প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন , এবং ইসলামের দ্বিতীয় শহীদ হলের তার স্বামী ইয়াসির ইবনে আমের।
সুমাইয়া (রাঃ) সম্পর্কে ইসলামিক ভিডিও ওয়াজ
হযরত সুমাইয়া (রাঃ) সম্পর্কে আরো বিস্তারিত জানুন
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ তালিকা
র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা
সুমাইয়া নামের সাথে ব্যবহারযোগ্য কিছু নাম
1.সামিরা আক্তার সুমাইয়া | 17.সুমাইয়া বিনতে খাব্বাত |
2.সুমাইয়া সুলতানা | 18.সুমাইয়া আক্তার শিলা |
3.সুমাইয়া আক্তার মিম | 19.সুমাইয়া আরফিন তুহি |
4.সুমাইয়া ইসলাম | 20.নুসরাত জাহান সুমাইয়া |
5.সুমাইয়া জান্নাত ঐশী | 21.উম্মে সুমাইয়া |
7.সুমাইয়া পারভীন | 22.সুমাইয়া আক্তার নূর |
8.সুমাইয়া খাতুন | 23.সুমাইয়া সুলতানা |
9.সুমাইয়া সাবিহা | 24.সুমাইয়া ছোঁয়া |
10.সুমাইয়া জান্নাত | 25.সুমাইয়া আক্তার মিতু |
11.উম্মে আক্তার সুমাইয়া | 26.সুমাইয়া আক্তার নিলা |
12.সুমাইয়া মিম | 27.সুমাইয়া আফরোজ |
13.সুমাইয়া আক্তার সাইমা | 28.জান্নাতুল সুমাইয়া |
14.সুমাইয়া জান্নাত রুপা | 29.সুমাইয়া ইয়াসমিন |
15.সুমাইয়া জাহান | 30.সুরাইয়া বানু |
16.সুমাইয়া আক্তার জান্নাত | 31.সুমাইয়া আক্তার লাবিবা |
সুমাইয়া নামের অর্থ কি? তার সঠিক উত্তরটি আশা করি বুঝতে পারছেন, যদি আপনার কনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে বিনা সংকুচে কমেন্ট বক্সে বা লাইভ চ্যাট এ আপনার প্রশ্ন টি জিজ্ঞাসা করতে পারেন, আমাদের কাছে উত্তরটি জানা থাকলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মায়ের খেদমত করবেন,ভালো লাগলে আমাদের পোস্টটি শেয়ার করবেন।
শেষ কথা
valo lagse brothar
Nice post
ধন্যবাদ এত সুন্দরভাবে নামের অর্থ প্রকাশ করার জন্য