ব্লগ থেকে বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করুন

ব্লগ থেকে আয়

বাংলা ব্লগ থেকে আয় করা বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকামের একটি জনপ্রিয় উপায় অনলাইন থেকে ইনকাম করেছে, কিন্তু ব্লগিং করতে হয়নি এমন মানুষ খোঁজে পাওয়া যাবেনা,তাই যেকোনো কাজের পাশাপাশি ব্লগিং করা যেতে পারে, ব্লগ থেকে ইনকাম করা অন্যান্য কাজের তুলনায় অনেক সহজ, ব্লগ থেকে ইনকামের সবচেয়ে সুবিধা হলো ব্লগে সারাদিন কাজ করতে হয়না দিনে বা সপ্তাহে ১/২ঘন্টা সময় দিয়ে ১/২ টা ভালো পোস্ট করলে কাজ শেষ, আরও সুবিধা হলো একটা ভালো পোস্ট করলে আপনার ব্লগ ওয়েবসাইট যতদিন অনলাইনে থাকবে ঐ পোস্ট থেকে তত বেশি ইনকাম হতে থাকবে একটি ব্লগ ওয়েবসাইট থেকে দীর্ঘদিন ইনকাম করা যায়।ব্লগ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টি ভালোবাবে মনোযোগ দিয়ে পড়লে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ১০০% গ্যারান্টি দিলাম।

ব্লগ কি ?

ব্লগের সংজ্ঞা সহজ ভাবে বলতে হলে বলা যায়,google এ মানে অনলাইনে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনি বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় অথবা ইংরেজিতে বিভিন্ন ভাষায় লেখা লেখি করবেন এটাই আপনার একটি ব্লগ ওয়েবসাইট, যে ব্যাক্তি লেখা লেখি করে তাকে বলা হয় ব্লগার,আর এই পড়ো প্রক্রিয়াটিকে বলা হয় ব্লগিং|

ব্লগ থেকে কিভাবে আয় করা যায়

ব্লগিং করে ইনকাম হলো একটি সঠিক উপায়ে ইনকাম করা, ব্লগ থেকে আয় করা মানে গুগল থেকে ইনকাম করা আর আমরা সবাই জানি google কত বড় কোম্পানি এটাকে ফেক বা স্ক্যাম সাইট ভাবার কোনো সুযোগ নেয় ।

অনেক প্রকারে ব্লগ থেকে টাকা ইনকাম করা সম্ভব তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ৪টি উপায় নিয়ে আলোচনা করবো

  • Google Adsense(গুগলের বিজ্ঞাপন প্রকাশ)
  • Affiliate Marketing (অন্যের পণ্য বিক্রি করার মাধ্যমে)
  • নিজের পণ্য বিক্রি করার মাধ্যমে
  • ব্লগে সরাসরি বিজ্ঞাপন প্রকাশ

গুগল এডসেন্স থেকে টাকা আয়

ব্লগিং করে গুগল এডসেন্স এর মাধ্যমে রিয়েল উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন খুব সহজে,


বিভিন্ন কোম্পানি বা ব্যাক্তি বিভিন্ন সময়ে তাদের প্রোডাক্ট বা কোম্পানিকে প্রমোট করার জন্য টাকা দিয়ে গুগলে ads দিয়ে থাকে ,আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে এই ads গুলি প্রচার করলে গুগল আপনাকে ঐ টাকার ৬৮% দিয়ে দিবে

বিষয়টি সহজ ভাবে বললে বলা যায়, যেভাবে আপনি নিজের দরকারি কোন বিষয় জানার জন্য গুগলে সার্চ দিয়ে খোঁজেন এবং বিভিন্ন পোস্ট বা আর্টিকেল পড়েন,

তেমনি আপনি যখন আপনার ওয়েবসাইটে কিছু লিখবেন তখন বিভিন্ন লোকে আপনার লিখাটা পড়বে এবং পড়ার সময় আপনার ওয়েবসাইটে গুগল থেকে বিভিন্ন ads দেখাবে

আপনার ওয়েবসাইটের মাধ্যমে গুগলের এই ads গুলি দেখানোর কারণে গুগল আপনাকে টাকা দিবে|

এফিলিয়েট মার্কেটিং

সহজ ভাবে বলতে গেলে এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের কোন পণ্য বিক্রি করে দোয়ার কারণে আপনাকে যে টাকা দেওয়া হবে সেটাই হচ্ছে এফিলিয়েট ইনকাম

আমরা এখন অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকি,তাই আমরা কোনো কিছু কিনার আগে ঐ প্রোডাক্ট সম্পর্কে ভালো ভাবে জানার জন্য গুগলে সার্চ দিয়ে ঐ প্রোডাক্টের রিভিউ দেখি

এবং ভালো লাগলে ঐ প্রোডাক্ট টি কিনে ফেলি,তেমনি আমরা যদি daraz,evaly,bdshop,ajkerdeal এমন আরো অনেক ওয়েবসাইট আছে যাদের কাছ থেকে এফিলিয়েট প্রোগ্রাম নিয়ে তাদের কোনো প্রোডাক্ট রিভিউ করে সেখানে আপনার এফিলিয়েট লিংক টি দিয়ে দিলে,

যদি আপনার ঐ লিংক দিয়ে গিয়ে ঐ ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনাকাটা করে তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমান একটা % দেওয়া হবে, এভাবে ব্লগিং করার মাধ্যমেও এফিলিয়েট মার্কেটিং করে মাসে ভালো টাকা ইনকাম করা যায়|

নিজের পণ্য বিক্রি করার মাধ্যমে

এই পক্রিয়াটি এফিলিয়েট মার্কেটিং এর মতো প্রায়,এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেতে প্রোডাক্টটি ছিল অন্যলোকের আর এই ক্ষেত্রে পণ্যটি আপনার নিজের ,


আপনার নিজের কাছে কোনো একটি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো ভাবে লিখে ঐ প্রোডাক্টটি বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।

ব্লগে সরাসরি বিজ্ঞাপন প্রকাশ

গুগল ads ছাড়াও আপনি চাইলে সরাসরি কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের ads আপনার ব্লগ সাইটে প্রচার করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন

প্রথম আলো, bikroy.com এই ওয়েবসাইট গুলোতে দেখতে পারেন সবার উপরে এবং ডানে বামে কিছু ads দেখাইতেছে কিন্তু ঐ ads এর ডান পাশে উপরে কোনো রাউন্ড i বা ক্রস চিহ্ন নেই।

ব্লগে বিজ্ঞাপন
ব্লগে বিজ্ঞাপন

সেই ads গুলো হলো সরাসরি বিজ্ঞাপন প্রকাশ, এমন অনেক ব্লগার ওয়েবসাইট আছে তারা সরাসরি বিজ্ঞাপন প্রকাশ করার মধ্যেও ভালো টাকা ইনকাম করে থাকে

আমি এক বড় ভাইয়ের কাছে শুনেছি প্রথম আলো ওয়েবসাইটে ,হেডার প্লেসে একটি সরাসরি বিজ্ঞাপন প্রকাশ করার করতে ৬/৭ দিনের জন্য ৭০ হাজার থেকে ১লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে

বাংলা ব্লগ থেকে কেমন ইনকাম হয়

1.প্রথম আলো ওয়েবসাইট শুধু গুগল ads থেকে প্রতিদিন ইনকাম

$ 1,972 USD যা বাংলাদেশী টাকায় ১৬৭৬২০ টাকা

মাসিক ইনকাম $ 59,168 USD যা বাংলাদেশী টাকায় ৫০২৯২৮০ টাকা

2.জনপ্রিয় ইউটিউবার online help 360 চেনেল এর মালিক মেহেদী হাসান ভাইকে অনেকেই চিনেন বাংলা ওয়েবসাইট থেকে কেমন ইনকাম হয় তার একটি ভিডিও দেখুন

3.আপনি যে আমাদের 3ijk.com ওয়েবসাইটে এই পোস্টটি পড়ছেন আশে পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন গুগল থেকে অনেক ads দেখাইতেছে এই ads থেকে আমাদের ইনকাম হয় ,আমাদের এই ব্লগ টি একবারে নতুন ২ মাস ও হয়নি সত্যি বলতে এই ওয়েবসাইট থেকে এই পর্যন্ত যেমন আশা করছিলাম তারচেয়ে ভালো কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ

একটি ওয়েবসাইট বানিয়ে কাজ করলে কম আর বেশি কিছু না কিছু ইনকাম হবেই ইনশাল্লাহ

আমরা যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন না দেখে প্রথমে মাসে ১০/১৫ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলেই আলহামদুলিল্লাহ

ব্লগিং শুরু করতে কি কি লাগবে?

  • প্রথমে আপনার ব্লগিং করার মতো মন মানসিকতা থাকতে হবে
  • দেখে দেখে বাংলা লিখতে এবং পড়তে পারার মতো সক্ষমতা থাকতে হবে ।
  • ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার,ল্যাপটপ, ট্যাব, মোবাইল যেকোনো একটি থাকতে হবে
  • একটি ওয়েবসাইট থাকতে হবে
  • ব্লগিং এর উপর একটি কোর্স করতে হবে ,
  1. high search volume কিন্তু low competition বাংলা keyword কিভাবে খুঁজে বের করবেন
  2. কিভাবে পোস্ট লিখবেন
  3. কোন বিষয় নিয়ে পোস্ট লিখলে বেশি ইনকাম হবে,
  4. পোস্ট কিভাবে SEO করে গুগলের প্রথম পেইজে নিয়ে আসবেন,
  5. কিভাবে ওয়েবসাইট বানাবেন,এবং ওয়েবসাইটের সাথে google adsense যোক্ত করবেন ,
  6. যেভাবে গুগল google adsense থেকে টাকা উঠাবেন
  7. কিভাবে ওয়েবসাইট কন্ট্রোল করবেন

আরো অনেক কিছু শিখতে হবে ,ব্লগিং এর উপর A to Z একটি কোর্স করতে হবে

  • এই কোর্সটি আপনি ফ্রি তেও শিখতে পারেন আবার টাকা দিয়েও করতে পারেন ,


ফ্রি তে করতে চাইলে সবকিছু একটা একটা করে খোঁজে youtube থেকে বের করে শিখতে ৭/৮ মাস বা তারও বেশি সময় লাগতে পারে ,তার পর সিক্রেট কিছু ট্রিপ আছে যা কেউ ফ্রি তে আপনার সাথে শেয়ার করবেনা যে যত কোথায় বলোক না কেন যে আপনাকে সব ফ্রি তে শিখাবে ,

আর টাকা দিয়ে কোর্স করলে কে কত টুকু শিখাবে জানিনা কিন্তু আমাদের একটা কোর্স আছে সেই কোর্সটি করলে এক মাসের মধ্যে ইনকাম শুরু হবে এটা গেরান্টি দেওয়া থাকে , আর বড় কথা হলো আমরা কোর্স ফি টা আগে নেইনা ,আপনার ইনকাম শুরু হলে তখন আপনি আমাদেরকে কোর্স ফি টা দিবেন

কোর্স সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে

আমাদের ব্লগিং কোর্স সম্পর্কে জানুন

আমাদের কোর্সের প্রদান উদ্দেশ্য হলো যারা স্টুডেন্ট বা চাকরি খোঁজছে বা চাকরি করছে ,তারা লেখা পড়া বা চাকরির পাশাপাশি দিনে ১/২ ঘণ্টা সময় দিয়ে অনলাইন থেকে দীর্ঘস্থায়ী একটা ইনকামের ব্যবস্থা করতে পারে|

যারা আর্থিক ভাবে একটু সমস্যায় আছে কিন্তু ধৈর্য ধরে রিয়েল উপায়ে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতেছে চায় ,

ব্লগিং কোর্সে যা থাকছে

  • ব্লগিং করে টাকা ইনকাম করার জন্য সকল প্রকার প্রয়োজনীয় বিষয় শেখানো হবে তার মধ্যে কয়েকটি হলো:
  • high search volume and low competition বাংলা keyword খোঁজে বের করতে হয় ,
  • কিভাবে seo করে পোস্টকে google প্রথম পেইজে নিয়ে আসবেন
  • কোন প্রকারের বিষয় নিয়ে লেখলে বেশি ইনকাম করতে পারবেন
  • কোন কোন মার্কেটপ্লেসে কাজ করলে সত্যি কারে পেমেন্ট পাবেন,(আমাদের দেওয়া সাইটে কাজ করে টাকা না পেলে আমরা টাকা দিবো )
  • কিভাবে ওয়েবসাইট বানাতে হয়
  • কোথায় ওয়েবসাইট বিক্রি করতে হয়
  • কিভাবে বিভিন্ন দেশ থেকে ভিসিটর নিয়ে আসতে হয়
  • যেভাবে usa,conada,uk থেকে ভিসিটর নিয়ে আসবেন
  • কিভাবে কম টাকা ইনভেস্ট করে সেটা ৪/৫ গুণ বেশি লাভ করে ব্যাংকে টাকা নিয়ে আসবেন
  • যেভাবে সবার চেয়ে আলাদা নিয়মে সিপিএ অফার প্রমোট করবেন
  • কিভাবে youtube চ্যানেল বানাবেন
  • যেভাবে কিছু না পেরেও ভিডিও তৈরি করবেন ।
  • কিভাবে আপনি কথা না বলে ,আপনার চেহারা না দেখিয়ে মহিলা কণ্ঠে ভিডিও বানাবেন
  • ভালো ইংরেজি না জেনেও কিভাবে ইংরেজি আর্টিকেল লিখতে হবে
  • কিভাবে ভালো বাংলা আর্টিকেল লিখতে হবে
  • কিভাবে গুগল থেকে আর্টিকেল copy paste করলে কোন সমস্যা হবে না|
  • ব্লগিং এর মাধ্যমে daraz, Evaly, bdshop,etc সাইটে এফিলিয়েট মার্কেটিং করা
  • ব্লগিং এর মাধ্যমে নিজের পণ্য নিজের বিক্রয় করা ,ঘরে বসে কিভাবে কমদামে পণ্য কিনবেন,কিভাবে ডেলিভারি দিবেন সব শিখানো হবে
  • আরও বিভিন্ন বিষয় সমূহ শেখানো হবে।

কোর্সের শেষে যা পাবেন?

কোর্সের পরে আপনাকে যে গুগল adsense যুক্ত একটি ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট টি ৮/১০ হাজার টাকা বিক্রি করতে পারবেন ,ওয়েবসাইট বিক্রি করার জন্য বিভিন্ন website/facebook গ্রুপ আসে আপনি সেখানে বিক্রি করতে পারবেন,আর আপনি চাইলে আমরাই বিক্রি করেদিতে পারবো|

  1. একটি ওয়েবসাইট যেমন ব্লগিং, ই কমার্স,ইমেজ ইত্যাদি রিলেটেড
  2. ১টি Google Adsense একাউন্ট যেখানে ১-৫ ডলার ইনকাম করা থাকবে
  3. ১টি youtube চ্যানেল
  4. একটি approval Affiliate account,যেমন daraz, Evaly, bdshop, amazon,Namecheap, etc
  5. আমাদের কোর্সের একটি এফিলিয়েট একাউন্ট পাবেন ,যদি আমাদের কোর্সে কাউকে ভর্তি করেন তাহলে সাথে সাথে ১০০ টাকা বিকাশে পেয়ে যাবেন।

কোর্সের নিয়মাবলী সমূহ

কোর্স ফি ৫০০০ টাকা ,কিন্তু প্রথমে ১০০০ টাকা দিয়ে ক্লাসে জয়েন হতে হবে ,বাকি ৪০০০টাকা কোর্সের পরে অনলাইন থেকে ইনকাম শুরু হওয়ার পরে দিতে হবে । (এই অফারটি শুধু রমজান মাসের জন্য )

  • অনলাইনে লাইভ ক্লাস করানো হবে
  • প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে
  • ক্লাসে দেওয়া প্রতিদিনের কাজ প্রতিদিন জমা দিতে হবে
  • বিনা কারণে একাধারে ৩ দিন ক্লাসে অনুপস্থিত বা কাজ জমা না দিলে কোর্স থেকে বাদ দেওয়া হবে|
  • গ্ৰুপে বা ক্লাসে কোন প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করা যাবেনা
  • রাজনৈতিক আলোচনা করা যাবেনা
  • ধর্মীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি করা যাবেনা

ব্লগ সাইট সম্পর্কে আরো বিস্তারিত দেখুন

যোগাযোগ করুন

কোর্স সম্পর্কে ভালো ভাবে বিস্তারিত জানতে আমাদের টীম মেম্বারদের সাথে সরাসরি কথা বলুন

Mobile No: 01967211167
Email:[email protected]
Skype:live:mirzarashed

Social media username
Facebook: holyearn
twitter : holyearn
pinterest : holyearn
linkedin: holyearn
instagram: holyearn
reddit: holyearn

Join Facebook group

বিঃদ্রঃ :আমরা আপনাকে অনলাইন থেকে ইনকাম করার জন্য যা যা প্রয়োজন তা করে দিয়ে ইনকাম শুরু করে দিতে পারবো, কিন্তু মাসে মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করে দিতে পারবোনা ,আপনার নিজে কাজ করে ইনকাম করতে হবে আমরা শুধু ইনকাম করা শুরু করে দিবো একাউন্ট ১-৫ ডলার ইনকাম করে দিবো সকল কাজ শিখিয়ে দিবো কাজ আপনার নিজে করতে হবে । আশা করি বুঝতে পারছেন,ধন্যবাদ

5 Comments on “ব্লগ থেকে বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *