ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম, চার্জ ও সুবিধা

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট

আপনি কি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম, চার্জ ও সুবিধার সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার নিয়ম, সেভিংস একাউন্ট চার্জ এবং সেভিংস একাউন্ট খোলার সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ইসলামী ব্যাংক একাউন্টের সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। সেলফিন একাউন্ট খোলার নিয়ম ও এর সুবিধা 2024

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট কি?

বর্তমানে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহকগণ সেভিংস একাউন্ট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অর্থ জমা রেখে অধিক লাভবান হচ্ছে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের জমাকৃত টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। সে বিনিয়োগ করা অর্থের কিছু লভ্যাংশ থেকে সেভিং একাউন্ট গ্রাহককে কিছু মুনাফা দেওয়া হয়ে থাকে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট লাভ কেমন ?

ইসলামী ব্যাংক তাদের সেভিংস একাউন্ট গ্রাহকদের প্রায় ৬৫% শতাংশ অর্থ মুনাফা দিয়ে থাকে। তবে এই ৬৫% শতাংশ মুনাফার কিছু অংশ প্রতি মাসে জমা হলেও, পরবর্তীতে বছর শেষে লভ্যাংশের বাকি অংশ জমা হয়।

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্টে মাসিক লেনদেনের নির্দিষ্ট লিমিট রয়েছে। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের পরিপূর্ণ মুনাফা পেতে হলে নির্দিষ্ট মেয়াদের পূর্বে সেভিংস একাউন্টের অর্থ তোলা যাবে না। তবে যদি নির্দিষ্ট সময়ের পূর্বে ডিপোজিট ভেঙে অর্থ তোলা হয় তাহলে গ্রাহকের লাভের অংশ থেকে বঞ্চিত হতে হবে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট

সাধারণত মানুষ ব্যাংকে টাকা রেখে এ লভ্যাংশ লভ্যাংশের আশায় ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চালু করেন। ইসলামী ব্যাংকের লভ্যাংশের পরিমাণ বেশি হওয়ার কারণে সেভিংস একাউন্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জমাকৃত অর্থের ৬৫ শতাংশের কারণে গ্রাহকগণ ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চালু করেন। সেভিংস একাউন্ট চালু করার জন্য ইসলামী ব্যাংকের যে যেকোন শাখায় গিয়ে খুব সহজে সেভিংস একাউন্ট খোলা যায়।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে?

ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে নির্দিষ্ট কিছু তথ্যের প্রয়োজন হয়। নিচে উল্লেখিত তথ্য গুলো থাকলে সহজেই ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চালু করা যায়। নিম্নলিখিত সকল ইনফরমেশন গুলো সংগ্রহ করে ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় হাজির হলে সেভিংস একাউন্ট খোলা যায়।

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড / ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট / চেয়ারম্যান সার্টিফিকেট /জন্ম নিবন্ধন এক কপি ফটোকপি।
  • সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনকারী প্রাপ্তবয়স্ক না হলে জন্ম নিবন্ধনের এক কপি ফটোকপি এবং অবিভাবকের জাতীয় পরিচয় পত্র ফটোকপি।
  • সেভিংস অ্যাকাউন্টের আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনকারীর স্বাক্ষর ও ফিঙ্গারপ্রিন্ট দরকার হবে।
  • একাউন্ট চালু করার জন্য ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।

উপরে উল্লেখিত তথ্যগুলো জমা দেওয়ার পর ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তা আপনার অ্যাকাউন্ট চালু করার জন্য সব রকম সহযোগিতা করবে।

তবে আবেদন ফর্মে স্বাক্ষর ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পূর্বে তাদের দেওয়া সকল শর্তগুলো ভালো করে পড়তে হবে।

প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

অনেকেই প্রতিষ্ঠানের নামে সেভিংস একাউন্ট খুলতে চান। ইসলামী ব্যাংকে এই সুযোগও রয়েছে প্রতিষ্ঠানের জন্য সেভিংস একাউন্ট খোলা নিয়ম গুলো নিচে দেওয়া হল।

  • সেভিংস অ্যাকাউন্টের আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চালু করার জন্য ম্যানেজিং কমিটির দ্বারা রেজুলেশন থাকতে হবে।
  • প্রমাণ হিসেবে প্রতিষ্ঠানটির দলিল পেশ করতে হবে।
  • অ্যাকাউন্ট পরিচালনায় দায়িত্ব যিনি অ্যাকাউন্ট হিসাব পরিচালনার দায়িত্বে থাকবেন তার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
  • হিসাব পরিচালনাকারীর জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট ড্রাইভিং অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম আর্টিকেল অব এসোসিয়েশন দ্বারা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
  • একাউন্ট চালু করার জন্য ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে?

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার জন্য ৫০০ টাকার প্রয়োজন হয়। এই ৫০০ টাকা একাউন্ট চালু করার জন্য একাউন্টে ডিপোজিট করতে হবে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট

ইসলামী ব্যাংকে সেভিং একাউন্টের চার্জ প্রতি ছয় মাস পর পর একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ভ্যাট সহ কেটে নেওয়া হবে।

একাউন্ট মেনটেনেন্স চার্জ

ছয় মাস পর পর অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে মেনটেনেন্স ফ্রি হিসেবে কিছুকে পরিমাণ অর্থ একাউন্ট থেকে কেটে নেওয়া হয় সাথে ১৫% ভ্যাট যুক্ত হয়।

টাকার পরিমানচার্জ
০ থেকে ১০ হাজার টাকাশূন্য টাকা
১০ হাজার থেকে ২৫ হাজার টাকা১০০ টাকা
২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা২০০ টাকা
২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা২৫০ টাকা
১০ লক্ষ টাকার অধিক৩০০ টাকা
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

এসএমএস চার্জ

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর জন্য এসএমএস এলার্ট চার্জ হিসাবে প্রতি ছয় মাস পরপর ৭৫ টাকা + ৭.৫ ভ্যাট কেটে নেওয়া হবে। প্রতি বছরের জন্য চার্জ হবে ১৫০ টাকা + ৭.৫ভ্যাট।

আবগারি শুল্ক চার্জ

একাউন্ট মেনটেনেন্স চার্জ ও এসএমএস চার্জ ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ চার্জ হল আবগারি শুল্ক চার্জ। প্রতি বছর একাউন্ট থেকে কি পরিমান লেনদেন হচ্ছে তার উপর নির্ভর করে ব্যাংক কর্তৃপক্ষ একাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা কেটে নেয়।

টাকার পরিমানচার্জ
১ লক্ষ টাকার কম০/-
১ লক্ষ – ৫ লক্ষ১৫০/-
৫ লক্ষ – ১০ লক্ষ৫০০/-
১০ লক্ষ – ১ কোটি৩,০০০/-
১ কোটি – ৫ কোটি১৫,০০০/-
৫ কোটির অধিক৫০,০০০/-
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ


ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের সুবিধা অনেক সুবিধা রয়েছে। এই সুবিধার কারণে দিন দিন ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের জনপ্রিয়তা বাড়ছে। সেভিংস একাউন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিচে বিস্তারিত দেওয়া হলো:-

  • নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জমাকৃত অর্থের উপর মুনাফা পাওয়া যায়।
  • মেয়েদের একাউন্টের ধরন অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ জমা দেওয়া যায়।
  • সেলফিন অ্যাপ এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা লাভ করা যায়।
  • একাউন্ট খুলতে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে ৫০০ টাকা ডিপোজিট করতে হয়।
  • 24/7 কল সেন্টার সেবা পাওয়া যায়।
  • ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা লাভ করা যায়।
  • ট্রানজেকশন অ্যালার্ট এর সুবিধা পাওয়া যায়।
  • এমআইসিআর চেক বুক ব্যবহারের সুবিধা রয়েছে।
  • দেশী-বিদেশি যে কোন সাইটে ই-কমার্সের পেমেন্ট করা যায়।
  • ভার্চুয়াল ডেবিট কার্ড এর সুবিধা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *