আমাদের ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
এই পোস্টে আমরা বাসায়কৃত সেরা ইসলামিক উক্তি , মৃত্যু নিয়ে উক্তি; হাসির উক্তি শিক্ষামূলক উক্তি;আবেগি উক্তি সমূহ আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ
সুচিপত্র
বাছাইকৃত সেরা ইসলামিক উক্তি সমূহ
“আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
হে আমার বান্দা তুমি আমার কাজের জন্য জামেলা মুক্ত হও ,আমি তোমার অন্তরকে জামেলা মুক্ত বানিয়ে দিবো এবং দরিদ্র তাও দূর কোরিয়া দিবো।
আর যদি না করো তাহলে তোমার অন্তরকে শত শত পেরেশানি দিয়ে বর্তী কোরিয়া দিবো দরিদ্রতাও দূর করিবোনা”
( হাদিসে কুদসী )
সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।
— (হজরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
অন্যের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত স্বাদ
— ( হজরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
যিনি ছাড়া কোন মাবুদ নেই সেই সত্তার কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ- মুদ্রা থাকতো,
আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে কঠিন ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম।
–হজরত উমার (রাদিয়াল্লাহু আনহু)
হযরত উমার (রা) ইসলামিক উক্তি
তোমার রব কে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।
(হযরত ওমর রাঃ)
যারা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে চলাফেরা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।
— হযরত উমার (রা)
আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিবেন না। কেননা কাজগুলো জমা হয়ে যাবে এবং আপনি কিছুই অর্জন করতে পারবেন না।
–হযরত উমার (রা)
যতক্ষণ তোমার ভাইয়ের বলা কোন কথা সম্পৰ্কে তোমার কাছে সঠিক কোন কোনো ব্যাখ্যা না থাকে,
ততক্ষণ পর্যন্ত তা নিয়ে কোন খারাপ চিন্তা করবে না।
–হযরত উমার (রা)
হটাৎ একদিন উমার (রা) একটি ময়লা-আবর্জনার স্তূপের পাশদিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালেন,
এবং তা দেখে মনে হচ্ছিলো তার সঙ্গীগণ দুর্গন্ধে জন্য কষ্ট পাচ্ছিলেন।
তিনি বললেন, “এটা তোমাদের সেই পৃথিবী যা পাওয়ার জন্য তোমাদের এত আগ্রহ ও কান্নাকাটি করো।”
— হযরত উমার (রা)
দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ অন্ধকারাচ্ছন্ন হয়, তবে আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ আলোকিত হয়
–হযরত উসমান (রাঃ)
হযরত আলী (রাঃ) ইসলামিক উক্তি
যে ব্যক্তি ধৈর্যধারণ করতে সক্ষম, সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবেনা। তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে।
–হযরত আলী (রাঃ)
মনে রাখবে তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু হতে পারে, এবং তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু হতে পারে
তোমার শত্রুরা তোমার সাথে শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তখন বন্ধুত্বের সুরত ধরে।
কোনো রাজ্যের পতন তখন ঘটে যখন রাজ্যে হতে সুবিচার উঠে যায় , কেননা সুবিচারের রাজ্য দীর্ঘস্থায়ী হয় , কারণ সুবিচারক এর কোন বন্ধু দরকার হয় না ।
হীন ব্যক্তিকে সম্মান করা ও সম্মানীয় ব্যক্তিকে অপমান করা একই প্রকার দোষের কাজ ।
তবে বড়দের সম্মান করো তাহলে ছোটরা তোমাকে সম্মান করবে ।
—-হযরত আলী (রাঃ)
যে নিজের মর্যাদা বোঝে না , তাকে লোকেরা মর্যাদা দেয় না|
যে মানুষের চরিত্র সুন্দর হয় , তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়|
—-হযরত আলী (রাঃ)
সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে আল্লাহ তা’আলা একজন দ্বীনি আদর্শবান সতীসাধ্বী স্ত্রী দান করেছেন
—হযরত আলী (রাঃ)
যে ধন সম্পদ মানুষকে কুপথে টানে, দারিদ্রতা তার চেয়ে হাজার গুণ উত্তম।
—-হযরত আলী (রাঃ)
যে ব্যক্তি তার নিজের ভুল গুলো দেখতে পায়না সে একটা বোকা।
—-ইয়াস বিন মুয়াবিয়াহ
মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি সমূহ
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদের ভালো ও মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরেআসতে হবে ।
–সূরা আম্বিয়া, আয়াত নাম্বার:৩৫
মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে সময় মত কারনে-অকারনে বদলায়|
—মুনীর চৌধুরী
যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ব্যাক্তি ।
—ইবনে মাজাহ শরীফ [হাদিস,নং ৪২৫৯]
মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তাড়া হুড়াও নেই আমার,কিন্তু মৃত্যুর আগে করার মত অনেক কিছু আছে আমার ।
—জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং
আবেগি উক্তি সমূহ
নরম মাটি একবার পুড়ে যদি শক্ত হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও মাটির মত, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না।
—টার্মস টমাস
জীবনের প্রতিটি ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য
—এপিজে আবদুল কালাম
কাউকে বাধ্য করোনা কথা বলার জন্য।
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদেরকে ছাড়াও তুমিও থাকতে পারো।
প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই,অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে।
কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা আমার বোকে, এখনো অপেক্ষায় আছি তুমি আমায় ভালোবাসবে বলে।তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে।
একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে পরিচিত হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বুঝা যায়,যখন এতোটা সময় নিয়ে ধীরে
হুমায়ূন আহমেদের আবেগী উক্তি
পৃথিবীতে অনেক প্রকারের অত্যাচার আছে। তার মধ্যে ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে কষ্টের অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু নীরবে সহ্য করে নিতে হয়।
—হুমায়ূন আহমেদ
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি প্রতীক । সবাই ভালোবাসি মুখে বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।
—হুমায়ূন আহমেদ
সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমার এমন একজন কে খুঁজে নিতে হবে যেন তার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারব
—হুমায়ূন আহমেদ
ধীরে পরিচিত মানুষটা যখন এক নিমিষে অচেনা হয়ে যায়।
জীবনে চাওয়া পাওয়ার হিসাব যতটা কম করা যায়,হয়তো জীবনে ততটাই সুখী থাকা যায়,|
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো তোমায়, আমার একটাই আশা তুমি ভূলে যেও না কখনো আমায় । বড় বেশী ভালবাসি যে তোমায়।
যতবার কষ্টেকে লুকিয়ে বলেছি আমি ভাল আছি ঠিক ততবারই নিরবে অনেক বেশি কেঁদেছি, হয়তো তুমি বুঝতেও চাওনি এবং আমি বুঝতেও দেয়নি কেন জানো? আমি তোমাকে অনেক বেশি ভালবাসি বলে।
পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কারণ সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক।
বাছাইকৃত হাসির উক্তি সমূহ
জীবন তোমাকে কাঁদানোর জন্য হাজার টা কারণ দেখাবে,বরং তুমি জীবনকে হাসানোর জন্যে হাজার টা কারণ দেখিয়ে দাও।
যে মনপ্রাণ খুলে হাসতে পারে না,সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী ব্যাক্তি।
হাসি সর্বদা সুখের কারণ বুঝায় না , মাঝে মাঝে এটাও বুঝায় যে , আপনি কতটা কষ্ট লুকাতে পারেন।
—হুমায়ূন আহমেদ স্যার
একটি হাসি সর্বাধিক দামি উপহার হিসাবে আমি যে কাউকে দিতে পারি, এমনকি তার শক্তি রাজ্যকেও জয় করতে পারে।
—ওগ মান্ডিনো
আল্লাহ আপনাকে যদি চেহারা নাও দিয়ে থাকেন তবে নিশ্চয়ই হাসি দেওয়ার এক খানা মতো মুখ দিয়েছেন? একটু হাসুন যেন নিচের পাটির দাঁত দেখা যায়। তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কত সুন্দর চেহারা দিয়েছেন।
—এম এম হোসাইন
শান্তির শুরুটা একটা হাসির মধ্য দিয়েই শুরু হয়।
আমি কালকেও হেসেছি, আমি আজকেও হাসছি এবং আমি আগামীকালও হাসবো, শুধুমাত্র এইজন্যই কারণ জীবন বড়ই ছোট কান্নাকাটি করার জন্য নয়।
একটা হাসি ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে ভালো উপায় , সেই হাসিটা যতই কৃত্রিম হোকনা কেন।
হাসি হচ্ছে নিঃসন্দেহে উত্তম সৌন্দর্য এবং প্রতিষেধকের মধ্যে অন্যতম। তোমার যদি কৌতুক সম্পর্কে ভালো ধারণা থাকে এবং জীবনের প্রতি ভালো সাক্ষাৎ ঘটে, ওটাই সুন্দর।
-– রাশিদা জোনস
হাসি তোমার মুখের ওপর এমন একটি বাঁকা দাগ যা সবকিছুকে সোজা করে দিতে পারে।
কখনো কখনো তোমার খুশি, তোমার হাসির কারন হয়ে থাকে, আবার কখনো কখনো তোমার হাসি, তোমার খুশির উৎস হয়ে থাকে।
তোমার জীবনকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যেওনা, যে তুমি হাসতে ভুলে যাও | মনে রাখবে, দুনিয়ার জীবন মাত্র একবারের জন্যই, তাই এটাকে বিনা হাসি খুশি ভাব নিয়ে কাটিও না
যদি তোমার ভীতর আর মাত্র একটা হাসি বেঁচে থাকে, তাহলে সেই হাসিটা তাকেই দাও যাকে তুমি খুব ভালোবাসেন|
আরো ইসলামিক উক্তি এবং শিক্ষণীয় মূলক বাণী সমস পড়ুনশিক্ষামূলক উক্তি
শিক্ষনীয় উক্তি
অনুপ্রেরণা মূলক উক্তি
লোকমান হাকিম (রাঃ) এর শিক্ষামূলক উক্তি
আশা করি আপনাদের কাছে বাছাইকৃত ইসলামিক উক্তি হাসির উক্তি, মৃত্যু নিয়ে উক্তি, আবেগি উক্তি সমূহ ভালো লাগছে,আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের কে জিজ্ঞাসা করতে পারেন ,আমরা উত্তর দিতে পারলে খুশি হবো ,সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন, মা বাবার খিয়াল রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আবার আসবেন
শেষ কথা
https://holyearn.com/
MashAllah shundor post
খুব সুন্দর লেখেছেন, উক্তিগুলো পড়ে খুব ভাল লাগল।